‘ফেস অব ইভ্যালি’ হলেন তাহসান
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2021 12:29 AM BdST Updated: 11 Mar 2021 12:29 AM BdST
প্রথমবারের মতো ‘ফেস অব ইভ্যালি’ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
আগামী দুই বছরের জন্য ই-কমার্স মার্কেটপ্লেসটির ‘ফেস’ হয়ে তিনি থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইভ্যালি।
বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ।
তাহসান খানের পাশাপাশি ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নির্বাহী মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে ছিলেন।
‘ফেস অব ইভ্যালি’ হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, “ব্যক্তি ব্র্যান্ডের সাথে যখন কোনো প্রোডাক্ট ব্র্যান্ড একত্রিত হয়, তখন সেটি উভয়ের জন্য এক ‘উইন- উইন’ অবস্থা তৈরি করে। আশা করছি, ইভ্যালি এবং আমার এই দুই ব্র্যান্ডের একত্রীকরণ হওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে।”
তিনি বলেন, “আমি বিলিভ (বিশ্বাস) রাখি ইভ্যালিতে। আমি বিশ্বাস করি যে, ইভ্যালি একদিন গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে।”
’ফেস অব ইভ্যালি’ হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ’চিফ গুডউইল অফিসার’ হিসেবেও নিয়োগ পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান তাহসান।
ইভ্যালি পরিবারে তাহসানকে স্বাগত জানিয়ে শামীমা নাসরিন বলেন, “আমাদের প্রথম ফেস তথা ব্র্যান্ড আইকন হিসেবে তাহসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।
“তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই যার সুরে আবিষ্ট, অভিনয়ে মুগ্ধ, তাকে আমাদের সাথে পেয়ে আমরাও অনেক ভাগ্যবান।”
ইভ্যালির প্রধান নির্বাহী রাসেল বলেন, “তাহসানের সাথে যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আকর্ষণীয় দিক যে তিনি ‘ইভ্যালি’ শব্দটাকে তার নামের সাথে যুক্ত করার সুযোগ দিয়েছেন।”
-
পেঁয়াজের কেজি ৪৫ টাকা অস্বাভাবিক না: বাণিজ্যমন্ত্রী
-
টিসিবির ট্রাকে পণ্য বিক্রি বন্ধ কেন, ব্যাখ্যা দিলেন বাণিজ্য মন্ত্রী
-
ভারতের সিদ্ধান্তে গমের বাজার আরও চড়েছে
-
পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
-
গম রপ্তানি: ভারত কতদিন বন্ধ রাখবে বুঝতে চাইছেন ব্যবসায়ীরা
-
ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিকস খাতের উন্নয়নে নীতমালা দাবি
-
গম রপ্তানি বন্ধ করল ভারত
-
ঢাকায় ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে ‘সাফল্য’ তুলে ধরবে বিজিএমইএ
-
পেঁয়াজের কেজি ৪৫ টাকা অস্বাভাবিক না: বাণিজ্যমন্ত্রী
-
টিসিবির ট্রাকে পণ্য বিক্রি বন্ধ কেন, ব্যাখ্যা দিলেন বাণিজ্য মন্ত্রী
-
ভারত রপ্তানি বন্ধের পর আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে গমের দাম
-
পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
-
গম রপ্তানি: ভারত কতদিন বন্ধ রাখবে বুঝতে চাইছেন ব্যবসায়ীরা
-
পণ্য নিয়ে এ মাসে নামছে না টিসিবির ট্রাক
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- বাংলাদেশের ভালো শুরু
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী