মোবাইল অ্যাপে বিজিএমইএর ওয়ান স্টপ সেবা

সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় মোবাইল অ্যাপে ওয়ান স্টেপ সেবা চালু করেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 03:33 PM
Updated : 7 March 2021, 03:43 PM

এই প্রযুক্তি ব্যবহার করে সদস্যরা শিল্প সংক্রান্ত খবর, সার্কুলার বা প্রচারপত্র, বিভিন্ন দেশে বাণিজ্য মেলার খবর জানতে পারবেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ‍রুবানা হক।

এছাড়া এই অ্যাপে সদস্যদের সংক্ষিপ্ত তথ্য (ডাইরেক্টরি), বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিওচিত্র দেখতে পাবেন নিবন্ধিত সদস্যরা।

অ্যাপের প্রধান দিকগুলো হল শিল্প সংক্রান্ত সংবাদ, প্রচারপত্র (সার্কুলার), বাণিজ্য মেলা, সদস্যদের ডাইরেক্টরি, স্থিরচিত্র ও ভিডিওচিত্র।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ভার্চুয়াল পদ্ধতিতে এই মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন।

এ বিষয়ে রুবানা বলেন, এই অ্যাপটি সদস্যদের কাছে পোশাক শিল্প সংক্রান্ত সব তথ্যের জন্য ওয়ান স্টপ সোর্স হিসেবে কাজ করবে।

অ্যাপল স্টোর ও অ্যানড্রয়েড প্লেস্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন বিজিএমইএ সদস্যরা।