সীমান্ত হাটে আগ্রহী মিজোরাম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে একটি সীমান্ত হাট চালু করতে চায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:49 PM
Updated : 7 March 2021, 02:15 PM

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সীমান্ত হাট চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট দিনে দুই দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজান। সীমান্তের উভয় দেশের মানুষ সেখানে কেনাকাটা করতে পারেন।

বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটির সঙ্গে সীমান্ত রয়েছে মিজোরামের।

টিপু মুনশি বলেন, চলমান বর্ডারহাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এ বর্ডার হাটের সংখ্যা বৃদ্ধির উদ্যোগে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি বর্ডার হাট উদ্বোধন করা হবে।

তিনি বলেন, “গত সপ্তাহে আমাকে মিজোরামের একজন প্রতিমন্ত্রী ফোন করেছে। ওরাও চায় যে মিজোরামের বর্ডারে এবং আমাদের বর্ডারে যেন একটা হাট বসে।”

চলতি মাসেই মিজোরামের প্রতিনিধি দল এনিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়, কোভিড-১৯ মহামারী শুরুর আগে তিনটি সীমান্ত হাট চালু ছিল। আরও চারটি সীমান্ত হাট উদ্বোধনের অপেক্ষায় ছিল। তবে মহামারীর কারণে এসব হাটের কার্যক্রম বন্ধ রয়েছে।