‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ এ ‘গোল্ড‘ পদক পেয়েছে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 01:38 PM
Updated : 27 Feb 2021, 03:23 PM

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, সম্প্রতি ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, আইসিএমএবি এর সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।