তিন কোটি ছাড়িয়েছে নগদের গ্রাহক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 12:13 AM BdST Updated: 24 Feb 2021 12:13 AM BdST
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ‘নগদের’ কার্যকর গ্রাহক সংখ্যা তিন কোটি ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি এক দিনেই তাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন রেকর্ড এক লাখ ৮৫ হাজার নতুন গ্রাহক।
এর আগে-পরে কয়েক দিনও প্রায় একই হারে গ্রাহক বেড়েছে। এর ফলেই কার্যকর গ্রাহক সংখ্যা তিন কোটির মাইলফলক পেরিয়ে গেছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, কাগজপত্রের ঝামেলা ছাড়া কেবল মোবাইল ফোনের কয়েকটি বাটন চেপেই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে বলে ‘নগদের’ প্রতি গ্রাহকদের আগ্রহও বাড়ছে।
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ *১৬৭# ডায়াল করে পিন সেট করে অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি চালু করার পর থেকেই নতুন নতুন গ্রাহক এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তাছাড়া অ্যাপের মাধ্যমেও জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন করিয়ে গ্রাহকরা ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে পারছেন।
নগদ বলছে, অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এ বিষয়ে প্রচার চালানোয় ‘নগদ’ এর অ্যাপ ডাউনলোডও বেড়ে গেছে; গুগল প্লে স্টোরে ‘নগদ’ অ্যাপ এখন বাংলাদেশের টপ চার্টে অবস্থান করছে।
সম্প্রতি দেশের সব মোবাইল অপারেটরের সঙ্গে *১৬৭# ডায়ালের মাধ্যমে পিন সেট করে অ্যাকাউন্ট খোলার চুক্তি করে ‘নগদ’। এরপর থেকে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে যায়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “শুরু থেকেই আমরা চেয়েছি খুব সহজে সারাদেশের মানুষের কাছে ‘নগদ’-কে পৌঁছে দিতে। এক্ষেত্রে এক দিকে আমরা যেমন খরচ কমিয়েছি, অন্যদিকে আবার প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সহজ করেছি।”
গ্রাহক সংখ্যার বিবেচনায় বর্তমানে ‘নগদ’ এর মার্কেট শেয়ার ৩০ শতাংশ, যা চলতি বছরের মধ্যেই ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করার কথা জানিয়েছে তারা।
-
বিমানের নতুন উড়োজাহাজ
-
বিদেশে পণ্য বিক্রিতে নগদ সহায়তার প্রস্তাব ই-ক্যাবের
-
‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
-
মিনিস্টার এসির নতুন বিজ্ঞাপনে সাকিব
-
ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ৪ শতাংশ
-
কর্পোরেট কর হার ক্রমান্বয়ে কমানোর দাবি ঢাকা চেম্বারের
-
সীমান্ত ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে
-
এসএমসির বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি