৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করলে ক্যাশব্যাক

দেশের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থী বিকাশের মাধ্যমে অ্যাকাডেমিক ফি পরিশোধ করে প্রতিবার ১০ টাকা করে ৬ বারে মোট ৬০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 05:27 PM
Updated : 23 Feb 2021, 05:28 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিকাশ অ্যাপ কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা তাদের ফি পরিশোধের সুযোগ পাচ্ছেন।

ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধে উৎসাহিত করতে বিকাশ সম্প্রতি এই ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য যে কোনো পরিমাণ ফি পরিশোধে ১০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক অফার চালু করেছে।

৪ ফেব্রুয়ারি শুরু হওয়া অফারটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত  চলবে। একজন গ্রাহক মাসে দুইবার করে তিন মাসে মোট ছয়বার ক্যাশব্যাক পেতে পারেন।

এই অফারের বিস্তারিত এবং ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিকাশের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাকাডেমিক ফি দেওয়ার জন্য শিক্ষার্থীদের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ অপশন নির্বাচন করে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ আইকনে ট্যাপ করতে হবে।

পরের ধাপে বিলের সময়সীমা কিংবা প্রাসঙ্গিক তথ্য এবং শিক্ষার্থীর আইডি দিয়ে শেষ ধাপে বিকাশ পিন টাইপ করে ‘পে বিল করতে এগিয়ে যান’ অপশন চাপতে হবে।

ভবিষ্যতে অল্প কয়েক ধাপে ফি পরিশোধের জন্য শিক্ষার্থী চাইলে বিকাশ অ্যাপে তার অ্যাকাউন্টটি সংরক্ষরণ করতে পারেন।