‘গুজব রটিয়ে’ সুনাম ক্ষুণ্নের অভিযোগে নগদের মামলা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 12:25 AM BdST Updated: 20 Feb 2021 12:55 AM BdST
লিফলেটে ‘গুজব রটিয়ে’ সুনাম ক্ষুণ্নের অভিযোগে আদালতে মামলা করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।
নগদের লিগ্যাল অফিসার তৌহিদুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
নগদের হেড অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স রাশেদ বিন ইহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম মো. মইনুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
সেখানে বলা হয়, নগদ লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম ও সুনামে ‘ঈর্ষান্বিত হয়ে’ আসামিরা পরস্পর ‘যোগসাজশে’ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ সাংবাদকে আরও চটকদার করে লিফলেট আকারে ছাপিয়ে বিতরণ করেছে, যা মানুষের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
“এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক, সামাজিক ও সুনামের অপূরণীয় ক্ষতি সাধিত হইয়াছে।”
অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে মামলার এজাহারে।
মামলার বিষয়ে জানতে চাইলে পিবিআইয়ের ঢাকা মহানগর উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশ এখনও আমাদের হাতে পৌঁছায়নি।”
-
বিমানের নতুন উড়োজাহাজ
-
বিদেশে পণ্য বিক্রিতে নগদ সহায়তার প্রস্তাব ই-ক্যাবের
-
‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
-
মিনিস্টার এসির নতুন বিজ্ঞাপনে সাকিব
-
ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ৪ শতাংশ
-
কর্পোরেট কর হার ক্রমান্বয়ে কমানোর দাবি ঢাকা চেম্বারের
-
সীমান্ত ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে
-
এসএমসির বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি