চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণাঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2021, 03:05 PM
Updated : 7 Feb 2021, 03:05 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই ব্যাংকটি জানায়, শুক্রবার চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, “করোনার এই সংকটে বিশ্বের অর্থনীতি যখন চ্যালেঞ্জের সম্মুখীন, তখন ইসলামী ব্যাংক পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেদের আরও বেশি গতিশীল করেছে।

“জাতীয়ভাবে ঘোষিত প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ বিতরণ করছে ইসলামী ব্যাংক। ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স সংগৃহীত হয়েছে এই কোভিডকালীন সময়ে। এই প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।”

তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মান উন্নয়নে শাখাগুলোকে ‘নলেজ সেন্টারে’ পরিণত করার নির্দেশনা দেন।

চট্টগ্রাম নর্থ জোন প্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে অনষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ ও মোশাররফ হোসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।