এভিয়েশন খাতের সঙ্কট, করণীয় নিয়ে সেমিনার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2021 09:20 PM BdST Updated: 26 Jan 2021 09:20 PM BdST
দেশের এভিয়েশন খাতের নানা সমস্যা ও করনীয় নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-সিএএবি এবং এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি এর আয়োজনে একটি সেমিনার হয়েছে।
মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার হয় বলে এওএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংগঠনের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এওএবির সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান। দেশের এভিয়েশন খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে সেখনে আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে বিমানবন্দর অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চহারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চ মূল্য, উড্ডয়ন ও অবতরণে জটিলতা, লাইসেন্সিংসহ নানা বিষয়ে আলোকপাত করা হয় সেমিনারে। সিএএবি চেয়ারম্যান সম্ভাব্য দ্রুত সময়ে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সেমিনারে।
-
বিদেশে পণ্য বিক্রিতে নগদ সহায়তার প্রস্তাব ই-ক্যাবের
-
‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
-
মিনিস্টার এসির নতুন বিজ্ঞাপনে সাকিব
-
ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ৪ শতাংশ
-
কর্পোরেট কর হার ক্রমান্বয়ে কমানোর দাবি ঢাকা চেম্বারের
-
সীমান্ত ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে
-
এসএমসির বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
-
অব্যবহৃত তরঙ্গ নিলাম ৮ মার্চ
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা