বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট

কানসাই নেরোল্যাক দেশের বাজারে নিয়ে এসেছে জাপানিজ শিকউই টেকনোলোজির অ্যান্টি ভাইরাল পেইন্ট ‘এক্সেল ভাইরাস গার্ড’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 01:28 PM
Updated : 26 Jan 2021, 01:28 PM

জাপানের জনপ্রিয় এই রঙ দেয়ালের জীবাণু প্রতিরোধ এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানসাই নেরোল্যাক জানায়, জাপান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড (জেআইএস) জেড ২৮০১:২০১০ পরীক্ষা অনুযায়ী এটি ১০ ধরনের ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকর।

এটি বায়ু বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন, যা কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বিষাক্ত পদার্থ অপসারণ করে অভ্যন্তরীণ বায়ুর মানের উন্নতি করে।

সম্প্রতি দেশের বাজারে নতুন এই পণ্যের উদ্বোধন করেন কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের জেনারেল ম্যানেজার (ট্রেড সেলস) শামীম আহমদ চৌধুরী এবং আলফ আসরার মুহাম্মদ আরসালান।