এফবিসিসিআই ও এমআইটি সলভ এর ভার্চুয়াল সলভেথন শনিবার

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি) সলভ এর সহযোগিতায় ও এফবিসিসিআই টেক সি এর পরিচালনায় আগামী শনিবার ভার্চুয়াল সলভেথন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 06:44 PM
Updated : 24 Jan 2021, 06:44 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উপায় বের করার লক্ষ্যে এফবিসিসিআইর উদ্যোগে এ কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস- এই চারটি থিমের ওপর ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণে আগ্রহীদের তাদের আইডিয়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন। আমার বিশ্বাস, এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এমন সম্ভাবনাময় তরুণদের দেখা পাবো। যারা পরবর্তীতে বিশ্বে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরবে।”