মামলার পর ভ্যাটের টাকা জমা দিল সহজ ডটকম
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 01:36 AM BdST Updated: 21 Jan 2021 01:36 AM BdST
অনলাইন সেবার কোম্পানি সহজ ডটকমের বিরুদ্ধে ১৩ লাখ ১২ হাজার টাকা ভ্যাট ফাাঁকির মামলা হওয়ার পর সেই টাকা তারা ‘স্বেচ্ছায়’ পরিশোধ করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহজ ডটকম স্বেচ্ছায় সুদ আসলসহ সরকারকে ফাঁকি দেওয়া অর্থ বুধবার পরিশোধ করেছে।”
‘অন ডিমান্ড’ সেবার প্ল্যাটফর্ম সহজ ডটকম অনলাইনে যানবাহনের টিকেট, খাবার সরবরাহ, রাইড শেয়ারিং ও ট্রাক সেবা দিয়ে থাকে।
গত ২৫ অক্টোবর বনানীতে সহজ লিমিটেডের (সহজ ডটকম) কর্পোরেট অফিসে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করার কথা জানায় ভ্যাট গোয়েন্দা দল।
সেখান থেকে জব্দ করা ব্যবসায়িক দলিল বিশ্লেষণ করে তারা বলেন, বিক্রির প্রকৃত তথ্য গোপন করে ৭ লাখ ৫৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সহজ। আর এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ২ শতাংশ হারে মাসিক সুদ বাবদ ৫ লাখ ৫৮ হাজার টাকা পাওনা হয়েছে।
সব মিলিয়ে মোট ১৩ লাখ ১২ হাজার টাকা ভ্যাট আদায়ের জন্য এরপর সহজ লিমিটেডে বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
মামলার তদন্ত চলাকালেই সহজ ভ্যাট ফাঁকির পরিমাণ মেনে নেয় এবং বিচার নিষ্পত্তির আগেই বুধবার ওই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করে বলে মইনুল খান জানান।
-
বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
-
আইডিএলসি ছাড়লেন আরিফ খান
-
মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী
-
ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু
-
পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
গ্রাহকরা বুঝে পেলেন ‘রূপায়ণ ত্রিবেনী’
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল