ডাবরের উদ্যোগ- ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’

করোনাভাইরাস মহামারীতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকতে খাদ্যপণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাবর এবার ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 01:12 PM
Updated : 17 Jan 2021, 01:12 PM

একসংবাদ বিজ্ঞপ্তিতে ডাবর জানায়, এই উদ্যোগের মাধ্যমে সম্প্রতি ধামরাইতে অবস্থিতডাবর কারখানা ও আশেপাশের এলাকায় মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ৩০০ সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।

এইসুরক্ষা কিটে রয়েছে ফেসিয়াল মাস্ক, ডাবর হানি, ডাবর হ্যান্ডওয়াশ ও ডাবরস্যানিটাইজার।

এসব বিতরণকালে ডাবরের পক্ষ থেকে উপস্থিতছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স রাশেদ মোশারফ চৌধুরী, ফ্যাক্টরি ম্যানেজার নূরহোসেন, ফ্যাক্টরি হিউম্যান রিসোর্স ম্যানেজার আরিফ তসলিম।

রাশেদমোশারফ বলেন, ভবিষ্যতেও একইভাবে দেশের যে কোনো ক্রান্তিকালপেরিয়ে যেতে বাংলাদেশের মানুষের পাশে থাকবে ডাবর।

১৩৫বছর পুরনো ব্র্যান্ড ডাবর বাংলাদেশে এশিয়ানকনজ্যুমার কেয়ার প্রাইভেট লিমিটেড নামে কাজ করছে।