এসআইবিএলের সম্মেলনে প্রযুক্তি নির্ভরতায় জোর

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 03:20 PM
Updated : 16 Jan 2021, 03:20 PM

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সম্মেলন শনিবার শেষ হয় বলে জানিয়েছে এসআইবিএল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকটি জানায়, ব্যবসায় সম্মেলনে ২০২১ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল, বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব ভয়াবহ সঙ্কট অতিক্রম করছে।

“এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিশ্বের সাথে তালমিলিয়ে আমাদেরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।”

কাজী ওসমান আলী বলেন, “কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবার আওতা বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে ই-অ্যাকাউন্ট সেবা। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। শিগগিরঘ্রই আরও কিছু প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে।”

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেশব্যাপী বিস্তৃত ১৬৮টি শাখার ব্যবস্থাপক ও ৬৩টি উপশাখার ইনচার্জ ব্যবসায় সম্মেলনে যোগ দেন।