পারভেজ ফের বাংলাদেশ চেম্বারের সভাপতি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 12:10 AM BdST Updated: 12 Jan 2021 01:16 AM BdST
-
আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ
-
সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু
-
জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ইভেন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
সোমবার এই ব্যবসায়ী সংগঠনের ২০২১-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
পারভেজ বিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদেও সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তৈরি পোশাক কারখানা ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।
নতুন কমিটিতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ইকোক্যাম বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম নিরু সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী

সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু
এর মধ্যে অর্ডিনারী শ্রেণিতে পরিচালক নির্বাচিত হয়েছেন আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন রাজা, মোহাম্মদ ঈসমাইল হোসেন, মোহাব্বত উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, এম. এ. রাজ্জাক খান, এস এম শাহ্ আলম মুকুল, রেহানা রহমান, মিজানুর রহমান, আবুল কালাম ভূঁইয়া, যশোদা জীবন দেব নাথ, শাহিদ আলম, কে. এম. রিফাতউজ্জামান, রুসলান নাসির, মো. খায়ের মিয়া।
অ্যাসোসিয়েট ক্লাসে নির্বাচিত পরিচালকরা হলেন- প্রীতি চক্রবর্ত্তী, শহিদুল ইসলাম নিরু, রঞ্জন চৌধুরী, জিয়া হায়দার মিঠু, শাহ আলম লিটু, চৈতন্য কুমার দে (চয়ন), নাজমুল আনোয়ার, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট।
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
-
সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন
-
ভোজ্যতেলের দাম ঠিক করতে কমিটি গঠন
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব