ইভ্যালিতে পাওয়া যাবে রবির ‘বিঞ্জ’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 04:52 PM BdST Updated: 10 Jan 2021 04:52 PM BdST
ডিজিটাল সেবার কোম্পানি রবির স্ট্রিমিং সেবার স্মার্ট ডিভাইস ‘বিঞ্জ’ এখন পাওয়া যাচ্ছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালিতেও।
সম্প্রতি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ই-ভ্যালি।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
রবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিঞ্জ একটি স্মার্ট ডিজিটাল ডিভাইস, যাকে তারা বলছে ‘অল ইন ওয়ান স্ট্রিমিং সার্ভিস’।
একজন ব্যবহারকারী বিঞ্জের মাধ্যমে তিন হাজারের বেশি ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, পুরষ্কারপ্রাপ্ত টিভি শো, ডকুমেন্টারি, বাচ্চাদের কন্টেন্ট, লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন।
কোনো বিজ্ঞাপন ছাড়াই যখন খুশি, যতবার খুশি কন্টেন্ট উপভোগ করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিহাব আহমেদ বলেন, “সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনধারার চাহিদা মেটাতে বদ্ধ পরিকর রবি। সেই লক্ষ্যেই রবি এনেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিঞ্জ, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।”
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, “মানুষের কেনাকাটার অভ্যাসের সাথে সাথে বিনোদন উপভোগের অন্যতম মাধ্যম টিভি দেখার অভিজ্ঞতাও পাল্টে গেছে। এখন মানুষ যেমন অনলাইনে কেনাকাটা করতে চায়, তেমনি টিভি দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে চায়।
“রবি দর্শকদের সেই সুযোগটি করে দিচ্ছে। আর আমরা ইভ্যালির গ্রাহকদের কাছে বিঞ্জ পৌঁছে দেব। আশা করছি টিভি দেখার ডিজিটালাইজেশনে আমরা উভয়েই অবদান রাখতে পারব।”
অন্যদের মধ্যে ইভ্যালির নির্বাহী পরিচালক এহসান সরোয়ার চৌধুরী ও আরিফুল্লাহ খান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক অমিতাভ চক্রবর্তী এবং রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, বিঞ্জ এর জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন ও এ ম শাখাওয়াত হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
-
সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন
-
ভোজ্যতেলের দাম ঠিক করতে কমিটি গঠন
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব