অনুর্বর জমিতে কাসাভা চাষে কৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2021 05:29 PM BdST Updated: 07 Jan 2021 05:29 PM BdST
প্রক্রিয়াজাত খাবারের বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত অনুর্বর জমির ফসল কাসাভা বা শিমুল আলুর চাহিদাও দিন দিন বাড়তে শুরু করেছে।
শিল্প মালিকদের আর্থিক প্রণোদনা ও কারিগরি সহায়তার সুযোগকে কাজে লাগিয়ে পতিত জমিতে কাসাভা চাষ করে নিশ্চিত লাভের দেখা পাচ্ছেন চাষীরা। ফলে দিন দিন টিলা-পাহাড় শ্রেণির অনাবাদী পতিত জমি যুক্ত হচ্ছে কাসাভা ফলনে, উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনা।
গ্লুকোজ, বার্লি, সুজি, রুটি, নুডলস, ক্র্যাকার্স, কেক, পাউরুটি, বিস্কুট, পাঁপড়, চিপসসহ শুকনো প্যাকেটজাত খাবারের অন্যতম উপাদান শর্করা বা স্টার্চ মেলে কাসাভা মাড়াই করে।
কাসাভা থেকে উৎপন্ন মিহিদানা কাপড়ের মান বাড়াতে ভূমিকা রাখায় পোশাক ব্যবসায়ীদের কাছেও এর কদর আছে। ঔষধ শিল্পেও ব্যাপকভাবে কাজে লাগে কাসাভার স্টার্চ।
নিজেদের চাহিদা পূরণ করতে গত কয়েক বছর ধরেই রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের কৃষকদের প্রণোদনা দিয়ে কাসাভা চাষে উদ্বুদ্ধ করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পেগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৯৯৫ সালে ৫ একর জমিতে কাসাভা চাষ শুরু করেছিলেন মোহাম্মদ আফসার উদ্দিন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞ এই চাষী ২০১৫ সালে প্রাণ গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ধীরে ধীরে আবাদি জমির আওতা বাড়িয়েছেন।
আফসার বলেন, “২০১৪-১৫ সালের দিকে ৩০ একর জমিতে চাষাবাদ করতাম। গত চার বছরে ধাপে ধাপে জমির পরিমান বেড়েছে। এখন আমরা ১০ জন কৃষক জোটবদ্ধ হয়ে ১০০ একর পাহাড়ি জমিতে কাসাভা চাষ করছি।“
এত বিস্তৃতি কীভাবে হল জানতে চাইলে তিনি বলেন, “এখন প্রাণ গ্রুপের পক্ষ থেকে প্রতি একরের জন্য ৮ হাজার টাকা অগ্রীম পাই। ফলে আমাদের বিনিয়োগের কোনো চিন্তা নেই। তাদের কাছে নির্দিষ্ট লাভে পণ্য বিক্রির নিশ্চিয়তা আছে। কথায় কোনো ঊনিশ-বিশ হচ্ছে না। এই সম্ভাবনা দেখে অনেকেই এগিয়ে আসছেন।”
আফসারের সঙ্গে ওই এলাকায় রয়েছেন আরও ৯ জন কাসাভা চাষী। একেকজন ১০ একর জমি দেখভালের দায়িত্বে রয়েছেন। ১০০ একর জমিতে ৫০ থেকে ৬০ জন দিনমজুর সারা বছর ধরে শ্রম দিচ্ছেন। বেতন পাচ্ছেন আড়াইশ টাকা থেকে সাড়ে তিনশ টাকা করে। এর সঙ্গে সহযোগী ফসল হিসাবে কাসাভা ক্ষেতে চাষ করা যাচ্ছে তিল ও হলুদ।
প্রাণ এগ্রো বিজনেসের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, “২০১৪ সাল থেকে প্রাণ কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কাসাভা চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছে। এর মাধ্যমে বাংলাদেশের অব্যবহৃত পাহাড়ি জমির যথাযথ ব্যবহার হচ্ছে। প্রাণ চাষীদেরকে কাসাভা চাষের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, কৃষি উপকরণ সহায়তা এবং স্বল্পমূল্যে বীজ দিয়ে সহায়তা করছে। এর ফলে পাহাড়ি অনাবাদী জমিতে কৃষকের কাসাভা চাষে আগ্রহ বাড়ছে।”
নভেম্বর থেকে মে মাস পর্যন্ত কাসাভা সংগ্রহ ও রোপন দুটোই একসাথে হয়। কৃষকরা কাসাভার ফসল তোলার পরপরই এর বীজ রোপন করেন।
মাহতাব বলেন, “ক্রমেই দেশে একর প্রতি কাসাভার ফলন বেড়ে যাওয়া এবং কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ায় এ চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ এই ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।”
প্রাণের পক্ষ থেকে বলা হয়, চলতি মৌসুমে প্রাণের চুক্তিবদ্ধ চাষীরা প্রায় ৫৫০০ একর জমিতে কাসাভা চাষ করেছেন। এ বছরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টন। এরই মধ্যে ডিসেম্বর পর্যন্ত ৫ হাজার টন কাসাভা সংগ্রহ হয়েছে।
“গত বছর আমরা একর প্রতি ৪ টন ফলন পেলেও এ বছর গড়ে ৬ টন ফলন আশা করছি। রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় এসব কাসাভা চাষ হয়েছে,” বলেন মাহতাম।


তিনি আরও বলেন, “সরকার কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে একটি প্রকল্প হাতে নিয়েছে যেন পাহাড়ি, অনাবাদী কিংবা কম উর্বর জমিতে কাসাভা চাষ বৃদ্ধি করা যায়। সরকারের এই উদ্যোগ কাসাভার চাষ সম্প্রসারণেও বড় ভূমিকা রাখছে। তবে এই ফসল নিয়ে পাহাড়ি ও অনুর্বর এলাকার কৃষকদের মাঝে আরও প্রচারণা প্রয়োজন।”
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
-
সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন
-
ভোজ্যতেলের দাম ঠিক করতে কমিটি গঠন
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব