প্যারা ফুটবল দলের জন্য ইভ্যালির জার্সি
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020 12:41 AM BdST Updated: 03 Dec 2020 12:41 AM BdST
শারীরিক প্রতিবন্ধী প্যারা ফুটবলারদের জার্সি উপহার দিল অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি।
বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০ এ অংশ নেওয়া ১০ দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচ এই জার্সি পাবেন।
ইভ্যালি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাজধানীর একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু প্রধান অতিথি
ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
প্রতিমন্ত্রী খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিবন্ধীদের সামনে নিয়ে এসেছে এবং সবসময় তাদের জন্য কাজ করে যাচ্ছেন। ৭৪টি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা হয়েছে।
“প্রতিবন্ধীরাও আজকে সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। এমনকি দেশ বিদেশে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে রাষ্ট্রের জন্য সম্মানজনক পদক নিয়ে আসছে। দেশের বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলে প্রতিবন্ধীরা পিছিয়ে থাকবে না।”
রাসেল বলেন, “প্যারা ফুটবলারদের সাথে থাকতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। সেই জায়গা থেকে প্যারা ফুটবলারকে আরও গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই।”
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০।
-
বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট
-
বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান প্রতিমন্ত্রীর
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং