৬ হাজার পরিবারকে খাবার-সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020 12:29 AM BdST Updated: 03 Dec 2020 12:29 AM BdST
করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত আরও ছয় হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।
সম্প্রতি গ্রুপের পক্ষ থেকে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুমিল্লা ও নোয়াখালীতে মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ আরএফএল গ্রুপ জানায়, খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, লন্ড্রি সোপ ও বাথ সোপ। আর সুরক্ষা সামগ্রী হিসেবে দেওয়া হয় সার্জিক্যাল মাস্ক।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক পরিবার অসহায় জীবনযাপন করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘পাশে আছি বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আওতায় আমরা এসব পরিবারকে সহায়তা করে আসছি, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
দেশের যে কোনো দুর্যোগে ‘পাশে আছি বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আওতায় অসহায় ও দুঃস্থদের সহায়তা করে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ।

এখন পর্যন্ত গ্রুপের পক্ষ থেকে প্রায় ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
-
বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট
-
বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান প্রতিমন্ত্রীর
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং
- দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের