অর্থনৈতিক অঞ্চল নির্মাণের অগ্রগতিতে ‘খুশি’ জাপান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 10:35 PM BdST Updated: 01 Dec 2020 10:35 PM BdST
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের কর্মযজ্ঞ সরেজমিন পরদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা ও জাপানের প্রতিনিধি দল।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হায়াকায়া ইয়োহোকে সঙ্গে নিয়ে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। পরিদর্শন শেষে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উভয়পক্ষ।
ঢাকার অদূরে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। ২০১৯ সালের মে মাসে চুক্তিবদ্ধ হওয়ার পর উন্নয়ন কাজ শুরু করে জাপানের সুমিতোমো করপোরেশন। বেজার ২৪ শতাংশ ও সুমিতোমোর ৭৬ শতাংশ অংশীদারিত্বে এটি দুই দেশের একটি যৌথ অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে এখানে চূড়ান্তভাবে কারখানা স্থাপন হওয়ার কথা।

তিনি বলেন, “এ অঞ্চলে বিনিয়োগ করার জন্য জাপানের বিনিয়োগকারীরা অত্যন্ত আগ্রহী হয়ে রয়েছে।”
জাইকার প্রধান বলেন, “নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ অর্থনৈতিক অঞ্চলের কাজ এখন পূর্ণদ্যোমে এগিয়ে চলছে। এটি অত্যন্ত আশাব্যাঞ্জক সাফল্য।”
পরিদর্শক দলে থাকা বেজার একজন কর্মকর্তা জানান, অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজ জোর গতিতে এগিয়ে চলছে। সেখানে প্রবেশ করার মূল সড়কগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গ্যাস পাইপলাইন রিলোকেশন কাজও প্রায় শেষ পর্যায়ে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় যে বীজ বপন করা হয়েছিল, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। ঢাকার অতি নিকটে যোগাযোগসহ সব সুবিধাদি নিয়ে এ অঞ্চলটি হয়ে উঠবে জাপানি বিনিয়োগকারীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান।”
-
বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট
-
গ্রামীণফোন হ্যাকাথনে বিজয়ী ১০ উদ্যোক্তা
-
বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান প্রতিমন্ত্রীর
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং