ইসলামী ব্যাংকের অ্যাপ ‘সেলফিন’
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 09:23 PM BdST Updated: 30 Nov 2020 09:23 PM BdST
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেলফিন’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অ্যাপ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক তানভীর আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন।
ইসলামী ব্যাংক জানায়, নতুন এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সব আর্থিক সেবা পাওয়া যাবে।
ইনস্ট্যান্ট ভিসা কার্ড, ব্রাঞ্চ ছাড়া ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইএফটি এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে বা কার্ডে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ই-কমার্স, মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, টিকেটিং এবং ভিসা ডিরেক্টের মাধ্যমে রেমিটেন্স গ্রহণসহ অন্যান্য ব্যাংকিং সেবা সেলফিনের মাধ্যমে পাওয়া যাবে।
এছাড়া এই অ্যাপে ইসলামী ব্যাংকের যে কোনো কার্ড, অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘এমক্যাশ’ যুক্ত করা, যে কোনো ভিসা অথবা মাস্টারকার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড, অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দেওয়া, কার্ড ছাড়াই এটিএম থেকে ক্যাশ আউট, এমক্যাশ ট্রান্সফার, ক্যাশ বাই কোডের মাধ্যমে হিসাববিহীন ব্যক্তিকে টাকা পাঠানো যায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে।
যে কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দিয়ে স্মার্ট ফোনের মাধ্যমে তাৎক্ষণিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, “করোনা মহামারীর এই সময়ে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ইসলামী ব্যাংকের বর্তমানে ৩৬৬টি শাখা, ১৪৬টি উপশাখা, ১ হাজার ৮৭৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১ হাজার ৫০০ এর বেশি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে।
-
মোবাইল সেবার মান নজরদারিতে মাঠে বিটিআরসি, থাকবে ৬ মাস
-
বিকাশ অ্যাপ ‘রেফার’ করলে ১০০ টাকা বোনাস
-
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল
-
রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তি সহায়তায় ১০০০ কোটি টাকার তহবিল
-
মিনিস্টার গ্রুপের বার্ষিক ‘সেলস মিটিং’ অনুষ্ঠিত
-
ভিশন আনল ‘ফ্রোজেন রুম’
-
আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
-
ডাবরের উদ্যোগ- ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি