লাফার্জহোলসিম বাজারে আনল ‘পানি প্রতিরোধী’ সিমেন্ট

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে পানি প্রতিরোধী বিশেষায়িত সিমেন্ট ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 02:38 PM
Updated : 30 Nov 2020, 02:38 PM

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই নতুন পণ্যের উদ্বোধন করেন। 

লাফার্জহোলসিম বাংলাদেশ বলছে, বাংলাদেশের আবহাওয়ার কথা চিন্তা করে বিশেষভাবে এই সিমেন্ট তৈরি করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম গ্রুপের স্মার্ট ব্লেন্ড টেকনোলজি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সিমেন্ট দেয়ালের ড্যাম্প ও স্যাঁতস্যাঁতে হওয়া রোধ করবে। এই সিমেন্ট পানি প্রতিরোধী বলে ছাদ, ভিত্তি, দেয়াল ও কলামের শক্তি বাড়িয়ে অবকাঠামোকে করবে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী।

রাজেশ সুরানা অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশের গ্রাহকদের জন্য আমাদের প্রিমিয়াম এই সিমেন্ট ব্র্যান্ড উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিনিয়ত গ্রাহকদের সাথে যোগযোগ, গবেষণা এবং অবকাঠামোতে পানির কারণে ক্ষতির পরিমাণের চিন্তা করেই এমন একটি পণ্য উদ্ভাবনে আমরা কাজ করছিলাম।

“আমরা আশা করছি, বৃষ্টিবহুল এই দেশে এখন থেকে আমাদের স্বপ্নের বাড়িতে ড্যাম্প কিংবা স্যাঁতস্যাঁতে ভাব আর সমস্যা হবে না।”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড সুইজারল্যান্ড ভিত্তিক নির্মাণ সামগ্রী উৎপাদনকারী কোম্পানি লাফার্জহোলসিমের অঙ্গ প্রতিষ্ঠান।

‘হোলসিম স্ট্রং স্ট্রাকচার’ এবং ‘সুপারক্রিট’ বাংলাদেশের বাজারে এ কোম্পানির পরিচিত দুটি সিমেন্ট ব্র্যান্ড।