৯ মাসে মুনাফা বেড়েছে রবির
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 01:04 AM BdST Updated: 27 Nov 2020 01:05 AM BdST
মহামারীর মধ্যেও চলতি বছরের নয় মাসে মুনাফা বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবির।
এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত রবি কর পরবর্তী মুনাফা করেছে ১১৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ বেশি।
গত নয় মাসে রবির মোট রাজস্ব আহরণের পরিমাণ ৫ হাজার ৬৪৪ কোটি টাকা। এই অঙ্কও গত বছরের একই সময়ের চেয়ে ১ শতাংশ বেশি।
এ বছরের প্রথম নয় মাসে রবির ইবিআইটিডিএ (কর হিসেবে না ধরে মুনাফা) ২ হাজার ৪৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ বেশি।
পুঁজিবাজারে বৃহত্তম আইপিও নিয়ে আসার পর বৃহস্পতিবার রবি তাদের তৃতীয় প্রান্তির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে নয় মাসের তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়।
রবি প্রতিবেদন প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ন্যূনতম ২ শতাংশ টার্নওভার ট্যাক্স আরোপ না হলে তাদের মুনাফা আরও বাড়ত।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “শেয়ার বাজারে প্রবেশের আগ মুহূর্তে তৃতীয় প্রান্তিকে লক্ষণীয় রাজস্ব বৃদ্ধিসহ মুনাফা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এনালিটিকস-নির্ভর উদ্ভাবনীতে দৃষ্টি দেয়ার প্রতিফলন রয়েছে এই আর্থিক অগ্রগতিতে; এটি আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা।
“তবে উচ্চ কর হার আমাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেই চলেছে, বিশেষ করে ন্যূনতম ২ শতাংশ টার্নওভার ট্যাক্স। আমরা আশা করি, সরকার এই পরিস্থিতি পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, যেন শেয়ার বাজারে আমাদের শেয়ারহোল্ডারদের সাথে আকর্ষণীয় মুনাফা ভাগাভাগি করতে পারি।”
রবি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৮ কোটি ৯ লাখ টাকা মুনাফা করেছে। এই প্রান্তিকে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ কোটি টাকা।
দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে ভয়েস সেবায় রবির রাজস্ব ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা টাকার অঙ্কে ৯৭২ কোটি টাকা।
তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে এ খাতে রাজস্ব ৮ দশমিক ২ শতাংশ কমেছে। এজন্য মহামারীর কারণে টুজিভিত্তিক ভয়েস কল সেবায় নেতিবাচক প্রভাবকে কারণ দেখিয়েছে কোম্পানিটি।
গত প্রান্তিকের তুলনায় ডাটা সেবায় রাজস্ব ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। মহামারীর কারণে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ার মধ্যে গত বছরের একই প্রান্তিকের তুলনায় ডাটা খাতে রাজস্ব বেড়েছে ২২ শতাংশ।
গত প্রান্তিকের তুলনায় রবির রাজস্ব ৯ দশমিক ৭ শতাংশ বাড়লেও কোম্পানির ইবিআইটিডিএ এবং কর পরবর্তী মুনাফা যথাক্রমে ১০ দশমিক ৭ শতাংশ এবং ৩৩ দশমিক ৪ শতাংশ কমেছে।
রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ১ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে সক্রিয় গ্রাহক সংখ্যা ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রবি।
এই সক্রিয় গ্রাহকের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ, যা মোট গ্রাহকের ৬৯ দশমিক ২ শতাংশ।
গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য নেওয়া জোর পদক্ষেপের কারণে এমনটি হয়েছে বলে রবির ভাষ্য।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৮৭৫ কোটি টাকা, যা এই প্রান্তিকে তাদের মোট রাজস্বের ৪৫ দশমিক ৩ শতাংশ।
এ বছরের প্রথম নয় মাসে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।
এই প্রান্তিকে রবি মূলধনী বিনিয়োগ করেছে ৩৬২ দশমিক ৫ কোটি টাকা। এর ফলে চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ১ হাজার ৪৪১ কোটি টাকায়।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ এবং ভারতের ভারতী এয়ারটেলের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। কোম্পানিটির বেশিরভাগ শেয়ারের মালিকানা আজিয়াটার।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা) এনেছে রবি। তাদের মোট শেয়ারের ১০ শতাংশ পুঁজিবাজারে ছেড়েছে।
-
রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তি সহায়তায় ১০০০ কোটি টাকার তহবিল
-
ভিশন আনল ‘ফ্রোজেন রুম’
-
আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
-
ডাবরের উদ্যোগ- ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’
-
মনিপুর স্কুলে ইউসিবির দুটি উপশাখা
-
তৈরি পোশাকের ক্রেতাদের সুদৃষ্টি চাইলেন বাণিজ্যমন্ত্রী
-
‘ডানো গ্রোথ শক্তি’ নিয়ে এলো আরলা
-
মীর গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার