পিসিআই ডিএসএস সনদ পেয়েছে ডাচ-বাংলা ব্যাংক

দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড- ডিবিবিএল সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রথমসারির স্বীকৃত তথ্য-প্রযুক্তি নিরাপত্তা সুরক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান পিসিআই ডিএসএস সনদ অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 09:05 PM
Updated : 21 Nov 2020, 09:05 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তথ্য প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে বৃহৎ ও পথিকৃৎ ডাচ-বাংলা ব্যাংকের রয়েছে সবচেয়ে বড় অবকাঠামো। ব্যাংকটির রয়েছে দশ হাজারেরও বেশি এন্ডপয়েন্ট, সকল শাখা, এটিএম ও ফাস্ট ট্র্যাক, পিওএস কল সেন্টার, পেমেন্ট গেটওয়ে, ই-কমার্স, কোর ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট স্যুইচিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং পিন ইস্যু সিস্টেমসমূহকে সমন্বয় করে।

“এই ধরনের বিশাল নেটওয়ার্কের জন্য পিসিআই ডিএসএসের সম্মতি পাওয়া একটি দুঃসাধ্য কাজ। তদুপরি ডাচ-বাংলা ব্যাংক সফলভাবে এই কাজগুলো সম্পন্ন করে এই স্বীকৃতি অর্জন করেছে।”

এই অর্জনের ফলে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহকদের আরও নিরাপদ এবং গ্রহণযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।