পাঁচ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো বন্ধই রাখছে বিমান

শীতের আগে বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পাঁচটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধই রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 07:56 AM
Updated : 20 Nov 2020, 07:56 AM

বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে, ম্যানচেস্টার, মদিনা, কাঠমুন্ডু, ব্যাংকক ও কুয়েতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চালাবে না রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান পরিবহন সংস্থা।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, মহামারীর শুরুতে বিমান চলাচল যখন বন্ধ করা হয়েছিল, তখন থেকেই এ পাঁচ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ আছে। পরে কিছু রুটে ফ্লাইট চালু হলেও এই পাঁচ রুটে বিমান এখনও যাচ্ছে না।

কোভিড-১৯ মহামারীর মধ্যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমানও ফ্লাইট পরিচালনা শুরু করে।

নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকলেও বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার পাশপাশি বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান।