১১.১১: দারাজে প্রথম ঘণ্টায় ২৫ কোটি টাকার পণ্য বিক্রি

অনলাইন মার্কেটপ্লেস দারাজ ১১.১১ ক্যাম্পেইনের প্রথম ঘণ্টায় ২৫ কোটি টাকার পণ্য বিক্রির খবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 07:39 PM
Updated : 12 Nov 2020, 07:39 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানায়, ক্যাম্পেইনটি লাইভ হওয়ার প্রথম পনেরো মিনিটে সাড়ে ৮ কোটি টাকার পণ্য বিক্রি করে তারা, যা নিজেদের বিক্রির রেকর্ড।

গত বছর সাড়ে ৮ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল ৪৫ মিনিটে।

১১.১১ উপলক্ষে বাংলাদেশে দেড় কোটিরও বেশি পণ্যের উপর মূল্যছাড় দিয়েছে দারাজ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের তুলনায় এ বছর সাড়ে তিনগুণ বেশি বিক্রি হয়েছে। এবারের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে প্রায় ১৫ হাজার সেলার, যা গতবারের চেয়ে দ্বিগুণ।

১০ মিনিটে ৬ কোটি টাকার রিয়েলমি সি ফিফটিন ফোন বিক্রি করে রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের বিপুল উৎসাহের কারণে দারাজ কর্তৃপক্ষ একদিনের এই দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনটির সময়সীমা আরও ৬ দিন বাড়িয়ে ১৭ নভেম্বর পর্যন্ত করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দারাজ ১১.১১ ক্যাম্পেইনের বর্ধিত সময়সীমায় প্রতিদিন থাকবে বিশাল ডিসকাউন্টে নানা ধরনের পণ্য, ভাউচার, মেগা ডিলস, ফ্ল্যাশসেল এবং পেমেন্ট পার্টনারের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্ট।

পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিকাশ, যেগুলোর মাধ্যমে পাওয়া যাবে ১৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড়।