নতুন ৬ মডেলের রেফ্রিজেরেটর আনল কনকা

নতুন ৬টি মডেলের রেফ্রিজেরেটর ও ফ্রিজার বাজারে এনেছে কনকা ব্র্যান্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 07:30 PM
Updated : 12 Nov 2020, 07:30 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপিয়ান প্রযুক্তিতে চীনের কারিগরি সহায়তায় নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজারগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে মানসম্মত ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল, যা খাবারের মানকে শতভাগ রক্ষা করবে।

দুই যুগের বেশি সময় ধরে ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশে কনকা ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে।

নতুন ছয়টি মডেলের মধ্যে রয়েছে কেআরটি১৮০জিবি, কেআরটি২৮২জিবি, কেআরটি২৮২ইজিবি, কেআরটি২৮২ইআইজিবি, কেডিএফ১৫০জিবি ও কেডিএফ২৫০জিবি।

নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজারগুলোতে ব্যবহার করা হয়েছে ইনভার্টার টেকনোলোজি ও এলইডি ডিসপ্লে। এছাড়া বাইরে থেকে রয়েছে তাপ নিয়ন্ত্রণ ডিসপ্লে।

রেফ্রিজারেটর ও ফ্রিজারের অভ্যন্তরে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে বাতাসের আর্দ্রতা ও শীতলতা সমন্বয়ের ব্যবস্থা। ডিজিটাল কন্ট্রোল মিটারের মাধ্যমে ক্রেতা ফ্রিজারটিকে রেফ্রিজেরেটর হিসাবেও ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ফাইভ স্টার এনার্জি সেভিংস সিস্টেম ব্যবহারের কারণে রেফ্রিজেরেটরগুলো সর্বোচ্চ ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে সক্ষম।

পণ্যগুলোর ক্ষেত্রে গ্রাহকরা দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি ও পাঁচ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা পাবেন।