বিডি ফিন্যান্স গ্রাহকদের জন্য ডিজিটাল হেলথকেয়ারের ‘আনলিমিটেড’ পরামর্শ

বিডি ফিন্যান্স গ্রাহকদের জন্য ‘আনলিমিটেড ডাক্তারি পরামর্শ’ সুবিধা দিচ্ছে চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 07:11 PM
Updated : 30 Oct 2020, 02:08 PM

এছাড়া বিডি ফিন্যান্স গ্রাহকরা ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস-এ চিকিৎসা নিলে ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস এই তথ্য জানিয়েছে।

ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস (ডিএইচ) ও বিডি ফিন্যান্সের মধ্যে সম্প্রতি এই সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বিডি ফিন্যান্স তাদের গ্রাহকদের গ্রিন ব্যাংকিং উদ্যোগের অংশ হিসেবে সৌজন্যমূলক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্যাকেজ সরবরাহ করবে।

এই প্যাকেজের আওতায় বিডি ফিন্যান্সের গ্রাহকরা কল, চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা পরামর্শ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএইচের পক্ষে প্রতিষ্ঠানের সিসিও অ্যান্ড্রু স্মিথ, হেড অফ বিটুবি (লয়েলিটি অ্যান্ড পার্টনারশিপ) মোহাম্মদ মবাইদুর রহমান, করপোরেট বিজনেস লিড পারভেজ আহমেদ, ক্লিনিকাল অপারেশনস বিভাগের প্রধান মো. খালেদ হাসান এবং বিডি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, চিফ ফাইন্যান্স অফিসার সাজ্জাদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ডিজিটাল হেলথকেয়ার সলিউশানসের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, “বিডি ফিন্যান্স তাদের প্রগতিশীল কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে ছোট ব্যবসায়ীদের জন্য অনেক নতুন আর্থিক সমাধান নিয়ে এসেছে। আমরা আমাদের এই দুর্দান্ত স্বাস্থ্যসেবা নিয়ে বিডি ফিন্যান্স ও অন্যান্য ব্যবসায়ীদের সমর্থন করছি। আমরা সবার জন্য গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই।”