গাড়ির পেইন্টারদের জন্য বার্জারের প্রশিক্ষণ কেন্দ্র চালু

দেশের অটোমোবাইল পেইন্টারদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশে লিমিটেড (বিপিবিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 04:35 PM
Updated : 19 Oct 2020, 04:35 PM

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী সোমবার বার্জার পেইন্টসের তেজগাঁও সেলস অফিসে ‘বার্জার পিপিজি অটো রিফিনিশ ট্রেনিং সেন্টার’ কার্যক্রমের উদ্বোধন করেন।

রুপালী চৌধুরী বলেন, “নিজের প্রিয় গাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশে গাড়ির মালিকরা বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকেন। কেনার পরই যদি একটি গাড়ির বাহ্যিক কোটিংয়ে সমস্যা দেখা দেয়, তাহলে তা একদিকে যেমন গাড়ির ব্র্যান্ডের ভাবমূর্তি বিনষ্ট করে, তেমনি গাড়ির ক্রেতার মাঝেও অসন্তোষ সৃষ্টি করে”।

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরি, মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, স্পেশাল কোটিংস হেড মোখলেচুর রহমান, ভেহিকেল রিফিনিশ হেড সুব্রত পাল, এবং মার্কেটিং বিভাগের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ-আস-সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।