“অনেক দেশ আমাদের পণ্য আমদানি করতে চায়, তাই কোন দেশের কোন পণ্য দরকার- সেটি আমাদের খুঁজে বের করতে হবে,”বলেন সরকারপ্রধান।
সম্প্রতি ‘ভিসা লিডারশিপ কনকেভ’ শিরোনামে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ ও ‘এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড বিজনেস’ অ্যাওয়ার্ড ঘোষণা করে ভিসা।
ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ভার্চুয়াল ভিসা কার্ড জেনারেশন এবং এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের স্বীকৃতি হিসেবে এ দুটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভিসার অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে ভিসা এ পুরস্কার দিয়েছে।