ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার নিয়ে এল প্রাণ আরএফএল

করোনাভাইরাস মহামারীকালে শাকসবজি ও ফলমূল থেকে কীটনাশক, ক্ষতিকারক রাসায়নিক ও ভাইরাসমুক্ত করে খাওয়ার উপযোগী করতে ‘ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার’ আনল প্রাণ আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস ব্র্যান্ড ড্রিংকইট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 04:42 PM
Updated : 15 Oct 2020, 04:42 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাণ আরএফএল গ্রুপের চেইনশপ ভিশন এম্পোরিয়াম ও বেস্ট বাই-এর বিক্রয় কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার।

এছাড়া অনলাইন মার্কেটপ্লেস অথবা ডটকমের মাধ্যমেও পণ্যটির অর্ডার করা যাবে।

প্রতিটি ‘ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার’র দাম ৯ হাজার টাকা।

আরএফএল ইলেকট্রনিকসের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহাবুবুল ওয়াহিদ বলেন, “আরএফএল সবসময় মানুষের চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন পণ্য বাজারে আনে।

“করোনার সময়ে খাদ্যপণ্য জীবাণুমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রিংকইট ব্রান্ডের পিউরিফায়ারটি ফল, শাকসবজি, রান্নাঘরের সরঞ্জাম, শিশুর খেলনাসহ আরও বিভিন্ন পণ্যে ব্যবহার করা যায়।”

তিনি বলেন, “ওজোন এবং ইউভি ডাবল স্টেরিলাইজার প্রযুক্তি সমৃদ্ধ ড্রিংকইট ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার খাবারের পুষ্টিগুণ বজায় রাখে, মাংস এবং খাদ্যদ্রব্য থেকে কৃত্রিম রং ও অ্যান্টিবায়োটিক দূর করে।

“তাছাড়া এটি চালানোর সময় কোনো শব্দ হয় না এবং পানি উপচে পড়ে না। টেবিলের উপরও স্থাপন করা যাবে।”