বার্জারের ‘ইজি ক্লিন’

বাড়ির ইন্টেরিয়রের রঙের সমাধান দিতে বার্জার পেইন্টস বাংলাদেশ এনেছে ‘বার্জার ইজি ক্লিন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 04:27 PM
Updated : 15 Oct 2020, 04:27 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “এতে রয়েছে ইঞ্জিনিয়ারড মোডিফাইড পলিয়েস্টার ফাইবার। ভারতের রিলায়েন্স গ্রুপের সাথে অংশীদারিত্বে উচ্চ মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে উন্নত সংস্করণে এ পণ্যটি তৈরি করা হয়েছে। রিলায়েন্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড রেক্রনের তৈরি এ প্রক্রিয়ায় কনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন মজবুত করতে রয়েছে ভার্জিন পলিয়েস্টার এবং পলিপ্রোপিলিন (মনো-ফিলামেন্ট ফাইবার)।”

বার্জার বলছে, এ রঙের শক্তিশালী উপকরণগুলো ‘অত্যাধিক ওয়্যাশাবিলিটি সমৃদ্ধ’ হবে এবং ঘরের ভেতরের দেয়ালের দাগ পানি কিংবা সাবান পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যাবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ বলেন, “আমাদের ক্রেতা যারা বাড়িতে নান্দনিক ও দীর্ঘস্থায়ী উপাদান ব্যবহার করতে চান, তাদের জন্য আমরা সবসময় উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট। রিলায়েন্স গ্রুপের সাথে এ অংশীদারিত্ব তারই ধারাবাহিকতা স্বরূপ।”

রঙের নির্দিষ্ট এ সংস্করণটি ড্রাম, গ্যালন ও লিটার আকারে (০.৯ লিটার, ৩.৬ লিটার ও ১৮ লিটারে) দেশজুড়ে পাওয়া যাচ্ছে।