ঋণ পুনঃতফসিল: আরও সময় পেলেন চামড়া ব্যবসায়ীরা

চামড়া শিল্প খাতের উদ্যোক্তাদের মধ্যে যারা ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়েছেন, তারা ঋণ পুনঃতফসিল করতে আরও দুই মাস সময় পেলেন।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 04:41 PM
Updated : 29 Sept 2020, 04:41 PM

মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে তারা ঋণ পুনঃতফসিল করতে পারবেন। এই সুবিধা পেতে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলে মঙ্গলবার এক সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৫ জুলাই এক সার্কুলারে এই সুবিধা পেতে ৩০ জুলাই পর্যন্ত সময় দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ২০ জুলাই অপর এক সার্কুলারে সেই সময় বাড়িয়ে ২৯ অক্টোবর পর্যন্ত করা হয়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নতুন সার্কুলারে সেই সময় আরেক দফা বাড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হল।

গত ৫ জুলাই চামড়া শিল্পের উদ্যোক্তাদের ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেওয়া হয়। সেদিনের সার্কুলারে যেসব নিয়মের কথা বলা হয়েছিল, বর্ধিত সময়ে সেগুলোই বহাল থাকবে বলে মঙ্গলবারের সার্কুলারে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, চামড়া খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ৪ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণই সোয়া ৩ হাজার কোটি টাকা। যার বেশির ভাগই দীর্ঘদিনের পুরনো ঋণ।

এই সোয়া ৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণের ৯০ শতাংশই আবার রাষ্ট্রায়ত্ত ৬টি বাণিজ্যিক ব্যাংকের।