সপ্তাহব্যাপী আয়োজনে ‘এপেক্স ফাউন্ডার্স ডে’ উদযাপন

এপেক্সের প্রতিষ্ঠাতা সৈয়দ মনজুর এলাহীর ৭৯তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 07:20 PM
Updated : 27 Sept 2020, 07:20 PM

এর ধারাবাহিকতায় গত ২০ থেকে ২৫শে সেপ্টেম্বর ক্রেতাদের জন্য ছিল ‘আকর্ষণীয়’ অনলাইন সেল এবং বিশেষ অফার।

এপেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর শনিবার সকল পণ্যের উপর ২৬% ডিসকাউন্ট দেওয়া হয়। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে দেশব্যাপী নতুন পাঁচটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় এ সময়।

দিনটিকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের জন্য এপেক্সের পক্ষ থেকে অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ৬ হাজার জোড়া জুতো।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন পিল্লাই, চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি, অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক আলাউদ্দিন খান এবং বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সাগনিক গুহ ও অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।