কুইজ খেলে টাকা পেলেন ৪৫০০ বিকাশ গ্রাহক

কুইজ প্রতিযোগিতায় সহজ তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এ পর্যন্ত সাড়ে ২২ লাখ টাকা পুরস্কার জিতে নিয়েছেন বিকাশ গ্রাহকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 09:25 AM
Updated : 23 Sept 2020, 09:25 AM

বিকাশের ওয়েবসাইটে গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই কুইজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, মাত্র কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে ৫০০ টাকা জেতার সুযোগ থাকায় অল্প সময়েই গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে কুইজ প্রতিযোগিতাটি। এখন পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ হাজার গ্রাহক কুইজে অংশ নিয়েছেন।

পরবর্তী সাত দিনে ৫০০ টাকা করে আরও তিন হাজার ৫০০ জন গ্রাহকের জেতার সুযোগ রয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহককে http://bkash.com/quiz/public/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে কুইজে প্রবেশ করতে হবে।

কুইজে অংশ নেয়ার শর্ত হিসেবে গ্রাহককে অংশগ্রহণের দিন কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ পর্যন্ত যেকোনো দিন বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, মেক পেমেন্ট, পে বিল, অ্যাড মানি (কার্ড-টু-বিকাশ) কিংবা ট্রান্সফার মানি সেবাগুলোর একটি ব্যবহার করতে হবে।

প্রতিদিনের বিজয়ীদের তালিকা পরের দিন বিকাশ ওয়েবসাইটের কুইজ প্ল্যাটফর্মে দুপুর ১টা থেকে প্রদর্শিত হচ্ছে। বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে পুরস্কারের টাকা পৌঁছে যাচ্ছে।

কুইজ প্রতিযোগিতায় পুরস্কার জেতার আগ পর্যন্ত যতবার খুশি অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি সক্রিয় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের অংশগ্রহণের আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একজন বিকাশ গ্রাহক প্রতিযোগিতা চলাকালীন একবারই পুরস্কারটি পেতে পারেন।