সৌদি সরকারের অনুমতি মিললে ফ্লাইট: বিমান

করোনাভাইরাস মহামারীকালে সৌদি আরব সরকারের অনুমতি পেলে সেদেশে নিয়মিত ফ্লা্ইট পরিচালনা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 02:18 PM
Updated : 17 Sept 2020, 02:18 PM

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলে বিমানও ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল।

কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি বলে তা পরিকল্পনায়ই আটকে আছে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছু সব যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদিও তখন জানানো হবে।