দেশি প্রতিষ্ঠানও বেতন দিতে পারবে বিদেশ মুদ্রায়

রপ্তানি খাতের দেশি প্রতিষ্ঠানগুলোও এখন রপ্তানি প্রত্যাবাসন কোটা (ইআরকিউ) থেকে বিদেশি কর্মীদের বেতন দিতে পারবে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 08:11 PM
Updated : 15 Sept 2020, 08:11 PM

এতদিন শুধু বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় শাখা ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) প্রতিষ্ঠানগুলো এ সুযোগ পেত।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে দেশি প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মীদের বৈদেশিক মুদ্রার হিসাবে (এফসি) বেতন দিতে পারবে। আর বিদেশিরা এই বেতন থেকে ৭৫ শতাংশ পর্যন্ত নিজ দেশে নিয়ে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকের শাখাগুলো বিদেশি কর্মীদের নামে থাকা এফসি হিসাবের মাধ্যমে বেতনের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। এ ক্ষেত্রে অবশ্যই রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইআরকিউ হিসাবে জমা থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ দেখতে হবে।

“শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকা বিদেশি কর্মীদের বেতনই এফসি হিসাবের মাধ্যমে দেওয়া যাবে। ব্যাংককে যাচাই করে দেখতে হবে কতজন বিদেশি কর্মীর অনুমোদন রয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠানের।”

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের পোশাক খাতে কর্মরত ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের অনেকেই হাতে হাতে বেতন নিচ্ছেন। এসব আয় তারা নিজ দেশেও নিয়ে যাচ্ছেন। তবে এর কোনো হিসাব থাকছে না।

“ব্যাংক হিসাবে বেতন গেলে ও নিজ দেশে নিয়ে গেলে এর প্রকৃত হিসাব থাকবে। এতে যে বিভ্রান্তি রয়েছে তাও দূর হবে।”