নভেম্বরে অনলাইনে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট

করোনাভাইরাস মহামারীর কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হবে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 02:45 PM
Updated : 15 Sept 2020, 02:45 PM

দারিদ্র্য বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশ উন্নতি সাধনে বিভিন্ন দেশের উদ্যোক্তাদের নিয়ে ফিলিপ কটলারের উদ্যোগে ২০১১ সালে শুরু হয় ওয়ার্ল্ড মার্কের্টিং সামিট।

কটলার ইমপ্যাকট, ইনকরপোরেটেডের সঙ্গে যৌথভাবে এবারের সামিট আয়োজনের কথা জানিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৬ ও ৭ নভেম্বর এবার ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট নামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান সামিটে বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামিটে ১০৪টি দেশের বিপণন ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিবেন। এছাড়া বিপণনের নানা দিক নিয়ে আলোচনা করবেন ৮৪ জন বক্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ক্লাব এবং মাল্টিন্যাশনাল ও কর্পোরেট কোম্পানিগুলো সামিটে অংশ নিচ্ছে।

বাংলাদেশের বিপণন পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন করে সামিটে অংশগ্রহণ করতে পারবেন।

সামিট শেষে অংশগ্রহণকারীরা ওয়ার্ল্ড মার্কেটিং সামিট অ্যালাইনাই হওয়ার সুযোগ পবেন।

এছাড়াও শিক্ষক, গবেষক ও কর্পোরেটরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ থেকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাবেন।