বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি তুরস্কের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসৌলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 10:28 AM
Updated : 15 Sept 2020, 10:28 AM

তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার করেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারসহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন  তারা।

দ্রুততম সময়ের মধ্যে উভয় দেশের মধ্যে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশকে আরও ভেন্টিলেটর ও মাস্কসহ করোনাভাইরাসের চিকিৎসা সামগ্রী প্রদানের আগ্রহ প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে প্রত্যাবর্তনে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন চাবুসৌলো।

উভয় দেশের পক্ষ থেকে ফিলিস্তিনের অধিকারের বিষয়ে একাত্মতা প্রকাশ করা হয়। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন মোমেন।

রোববার থেকে চার দিনের সফরে তুরস্কে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।