এলপিজি সম্প্রসারণে পদ্মা, মেঘনা, যমুনার সঙ্গে ওমেরার চুক্তি

সারাদেশে এলপিজি রিফিলিং স্টেশন সম্প্রসারণে রাষ্ট্রীয় জ্বালানি বিপণন কোম্পানি যমুনা, মেঘনা ও পদ্মা অয়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওমেরা অটোগ্যাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 03:23 PM
Updated : 13 Sept 2020, 03:27 PM

এই চুক্তির ফলে সারাদেশের ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, পেট্রোল ও অকটেনের পাশাপাশি এলপি গ্যাস রিফিল করার প্যানেল স্থাপন করতে পারবে ওমেরা। পাশাপাশি এসব ফিলিং স্টেশনে এলপিজি রূপান্তরের সেবাও দিতে পারবে তারা।

রোববার ওমেরার মূল প্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপের গুলশান কার্যালয়ে মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে পৃথক চুক্তি করেন ওমেরা গ্যাস ওয়ানের নির্বাহী পরিচালক তানভীর আজম চৌধুরী।

ওমেরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ইতোমধ্যেই ঢাকা ও এর আশেপাশে ২২টি ফিলিং স্টেশনে এলপিজি সুবিধা স্থাপন করেছে তারা। নতুন এই চুক্তির ফলে পদ্মা, মেঘনা ও যমুনার ডিলার প্রতিষ্ঠানগুলোর ফিলিং স্টেশনে এলপিজি স্টেশন স্থাপনের সুযোগ হল।

তানভীর আজম চৌধুরী বলেন, দেশের সর্বত্র এলপিজি সহজলভ্য নয়। তাই ভোক্তারা ভোগান্তির শিকার হন। নতুন এই চুক্তির ফলে এলপিজি সুবিধার সম্প্রসারণে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।