বিমার ৫৫ লাখ টাকা পেলেন ইসলামী ব্যাংকের ৭ কর্মী

গ্রুপ বিমার অংশ হিসাবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে ৫৫ লাখ টাকা পেয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 02:10 PM
Updated : 10 Sept 2020, 02:10 PM

ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাতজন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের পক্ষ থেকে এই টাকা গ্রহণ করা হয়, পরে হিস্যা অনুযায়ী তাদের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বিমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম সিদ্দিকীর কাছ থেকে বিমার অর্থ গ্রহণ করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম নূর নবী মানিকসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।