ঢাকা-দোহা ফ্লাইট বাড়ালো ইউএস-বাংলা

কোভিড-১৯ মহামারীর মধ্যে ঢাকা-দোহা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 07:44 AM
Updated : 2 Sept 2020, 07:54 AM

বুধবার বেসরকারি বিমান পরিবহন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এখন ঢাকা থেকে দোহার পথে সোমবার ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে এবং দোহা থেকে ঢাকার পথে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর থেকে এই রুটে একই সময়সূচিতে বুধবারও ফ্লাইট পরিচালিত হবে।

দোহা ছাড়াও ইউএস-বাংলা ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চ থেকে ভারতসহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। 

জুন থেকে কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হলেও বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন।

একইভাবে বাংলাদেশে আটকে পড়া বিদেশি নাগরিকরাও বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরছেন।      

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দুবাই, আবুধাবি, চীন,দোহা ও কুয়ালালামপুরে সরাসরি যাত্রীবাহি ফ্লাইট চলছে।