কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সহিদুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন সহিদুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 05:42 PM
Updated : 13 August 2020, 05:42 PM
ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি নির্বাহী পরিচালক হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এক আদেশে সহিদুল ইসলামকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে খুলনা অফিসে বহাল রাখা হয়েছে।

সহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ডিগ্রি নিয়ে পরে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি নেন।

সহিদুল ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং কন্ট্রোল ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, কৃষি ঋণ বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগসহ বরিশাল অফিস এবং সর্বশেষ ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি, ঢাকার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।