আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবির প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি এবং এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভলাপমেন্ট ট্রাস্ট-ইএসটিসিডিটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 01:35 PM
Updated : 13 August 2020, 01:35 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল হাই সরকার চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিরও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।

আব্দুল হাই সরকার শিল্প পরিবার পূর্বাণী গ্রুপের কর্ণধার এবং একইসঙ্গে ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএর সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস- বিএবির সাবেক ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক পরিচালক।

হাই সরকার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-বিইআইর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর।

সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হন। 

দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়িক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি তিনি সমাজকল্যাণ ও সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

এসব কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তাকে পুরস্কৃত করেছে।

বাংলাদেশ সরকারের ঘোষিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হাই সরকার।

সিরাজগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হাই সরকার  ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেন তিনি।