হারাইনি তার আদর্শ, ভুলিনি তার দেখানো পথ

আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে। হারাইনি তার আদর্শ, ভুলিনি তার দেখানো পথকে... আমরা ভুলিনি তাকে। যতদিন থাকবে বাংলাদেশ, ততদিন থাকবেন হৃদয় শিখরে...

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 12:58 PM
Updated : 13 August 2020, 01:01 PM
 

ইতিহাসের অন্ধকারতম দিন পঁচাত্তরের ১৫ অগাস্ট। সেদিন সুবেহ সাদিকের সময় ঘাতকের ঠকঠক বুটের আওয়াজ, সহস্র কানফাটা গুলির আর্তনাদ আর অসহ্য বারুদের গন্ধে দিশাহারা হয়েছিল ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি। মহান শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল স্বপ্নের সোনার বাংলা। নিজ বাসভবনে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট। কোনোদিন ভাবেনি কেউ, দিনটা এমন হবে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরেও অমর রবে!

ডিসক্লেইমার

এটি কেএসআরএম এর তৈরি করা একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।