অস্থির সোনার বাজারে দর চড়ছেই
আবদুর রহিম হারমাছি, প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2020 11:14 PM BdST Updated: 05 Aug 2020 11:14 PM BdST
কোভিড-১৯ মহামারীতে অর্থনীতিতে স্থবিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও সোনার দাম বেড়েই চলেছে।
দেশের বাজারে মাত্র ১২ দিনের ব্যবধানে সব ধরনের সোনার দাম চার হাজার ৪৩২ টাকা করে বেড়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম উঠেছে ৭৭ হাজার ২১৬ টাকায়।
দেশে এর আগে কখনই এত বেশি দামে সোনা বিক্রি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক বাজারে প্রতি মুহূর্তে বাড়ছে গোল্ডের দাম। এমন অস্থির বাজার আমি আমার জীবনে দেখিনি। গোল্ডের দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, আমি নিজেও বুঝতে পারছি না।”

“আমাদের কিছুই করার নেই। বাধ্য হয়েই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে আমাদের স্থানীয় বাজারে দাম বাড়াতে হচ্ছে,” বলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক আগরওয়ালা।
দাম সামনে আরও বাড়ার আভাস দিয়ে তিনি বলেন, “কোভিড-১৯ মহামারীতে সবাই এখন নিরাপদ বিনিয়োগ ভেবে গোল্ড কিনে মজুদ রাখছে। ফলে বুঝতে পারছি না, আন্তর্জাতিক বাজারে গোল্ডের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে।”
সোনার ভরি ৭৩ হাজার টাকায় উঠেছে
সোনার ভরি ৭০ হাজার টাকা ছুঁইছুঁই
সোনার দাম বাড়ল, ‘কারণ’ করোনাভাইরাস
আগরওয়ালা বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, জ্বালানি তেলের দর পতন এবং নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বাড়ানো হয়েছে, বলেন এফবিসিসিআই সহ-সভাপতি আগরওয়ালা।
এর আগে সর্বশেষ ২৩ জুলাই সব ধরনের সোনার দাম প্রতি ভরিতে তিন হাজার টাকা বাড়ানো হয়েছিল। তার এক মাসে আগে ২২ জুন সোনার দাম বাড়ানো হয় ভরিতে ৫ হাজার ৭১৫ টাকা।
অতীতে দেখা গেছে, দেশের বাজারে সোনার দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্রাস-বৃদ্ধি করা হয়।
তবে বিশ্ব বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে এখন বেশি দাম বাড়াতে হচ্ছে, বলছেন আগরওয়ালা।

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)
সোনার অলংকার (সবচেয়ে ভালো মানের সোনা) কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। বুধবার পর্যন্ত তা ৭২ হাজার ৭৮৩ টাকায় বিক্রি হয়েছিল।
এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।
বুধবার পর্যন্ত ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৫৬০ টাকায়।
সোনার দাম বাড়লেও দেশে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকায়।
-
রেষারেষি বন্ধ করতে এমএফএসগুলোকে নির্দেশনা
-
দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনার জন্য ভারতীয় দল ঢাকায়
-
মোবাইল অ্যাপে বিজিএমইএর ওয়ান স্টপ সেবা
-
সীমান্ত হাটে আগ্রহী মিজোরাম
-
রোজায় ২৫ হাজার টন ভোজ্যতেল বিপণনের প্রস্তুতি টিসিবির
-
জমে উঠছে বিজিএমইএ নির্বাচন
-
ইউসিবির গ্রাহকদের জন্য কক্সবাজারে ইম্পেরিয়াল লাউঞ্জ
-
ইভ্যালিতে বিশেষ ছাড়ে গাড়ি
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম