ঈদযাত্রার জন্য এল ‘ওভাই ইন্টারসিটি’

ঈদে ঢাকা ছেড়ে দেশের অন্যান্য জেলাগুলোতে ফিরতে চালু হল অ্যাপভিত্তিক পরিবহন সেবা ওভাই ইন্টারসিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 07:14 PM
Updated : 30 July 2020, 07:40 PM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা সেডান গাড়িতে করে আন্তঃজেলা ভ্রমণ করতে পারবেন। 

আন্তঃনগর ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্য সুরক্ষা ও চালকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে।

“রাইড শুরু করার আগে চালকের সুস্থতা পরীক্ষা করা, গাড়িকে জীবাণুমুক্ত করা, হাইজিন প্যাক দেওয়া, বাধ্যতামূলক মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গাড়িতে প্লেক্সিগ্লাস স্থাপনসহ প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে ওভাই ইন্টারসিটি রাইডে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

ইন্টারসিটি রাইডের প্রাথমিক ভাড়া ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওভাই ইন্টারসিটি রাইড বুক করার প্রক্রিয়া

১. ওভাই অ্যাপে প্রবেশ করুন।

২. পিক-আপের স্থান এবং অন্য শহরের নির্দিষ্ট গন্তব্যস্থল বেছে নিন।

৩. OBHAI Intercity G™ অপশনে ট্যাপ করুন।

৪. রাইড নেওয়ার দিন, পেমেন্ট মেথড নির্বাচন করুন এবং ট্রিপের সম্পূর্ণ তথ্য যাচাই করে নিন।

৫. বুকিং সফল হলে আপনাকে একটি মেসেজ প্রদান করা হবে এবং ওভাই কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন।

৬. ট্রিপের সাধারণ সব তথ্য, গাড়ির ধরন এবং ভাড়া কনফার্ম করার পর ওভাই প্রতিনিধির নির্দেশনা অনুযায়ী ভাড়া পরিশোধ করুন।

ওভাই ইন্টারসিটি রাইড বুক করতে বা যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ১৬৬৩৩ এই নম্বরে।