প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিংয়ের প্রশংসায় ডিসিসিআই

প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিংয়ের প্রশংসা করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 01:22 PM
Updated : 30 July 2020, 01:22 PM

বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ডিসিসিআই ‘সিএমএসএমই একসেস টু ফাইন্যান্স অ্যান্ড ওয়ে ফরোওয়ার্ড’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে।

সেখানে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ আইসিটি খাতে প্রাইম ব্যাংকের জামানতবিহীন ঋণ দেয়ার উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, “এই এমএসএমই ঋণের তথ্য ডিসিসিআইর ৪৫০০ সদস্যকে আমি জানাব, যাতে তারা এর সুবিধা নিতে পারে।”

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক আইসিটি খাতের পাঁচটি বাণিজ্য সংগঠন- বেসিস, আইএসপিএবি, ই-ক্যাব, বাক্কো ও বিসিএসের সাথে অ্যালায়েন্সের সূচনা করেছে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব এমএসএমই ব্যাংকিং সৈয়দ এম ওমর তৈয়ব সরকারের এমএসএমই প্রণোদনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা ও ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, এমএসএমই খাতে সরকারের প্রণোদনা বাস্তবায়নের লক্ষ্যে প্রাইম ব্যাংক শুরু থেকেই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

এই নিবেদিত প্রচেষ্টার ফলে প্রাইম ব্যাংক এখন পর্যন্ত ৭৭৩ জন এমএসএমই উদ্যোক্তাকে  ৪৭ কোটি টাকা বিতরণ করতে পেরেছে।

প্রণোদনার আওতায় এমএসএমই ঋণ বিতরণের ক্ষেত্রে প্রাইম ব্যাংক অন্যতম অগ্রগামী ব্যাংক।