ইউএস-বাংলার কক্সবাজার ফ্লাইট প্রতিদিন

করোনাভাইরাস মহামারীতে সাড়ে তিন মাস ব্ন্ধ থাকার পর বেবিচকের অনুমতি মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স কক্সবাজার রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 04:50 PM
Updated : 13 Sept 2020, 11:37 AM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ফ্লাইট শুরু করবে। 

প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকাল ৩টা ৩০মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। প্রতিদিন কক্সবাজার থেকে সকাল ১১টা ৩৫মিনিট, দুপুর ২টা ৫মিনিট ও বিকাল ৫টা ৫মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা। কক্সবাজারে ভ্রমণে পর্যটকদের জন্য যাত্রীদের চাহিদার উপর ভিত্তি করে স্পেশাল প্যাকেজের সুবিধাও রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কোভিড-১৯ মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালু হলে ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটেও ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক।