নভোএয়ারের ঢাকা-কক্সবাজার ফ্লাইট বৃহস্পতিবার থেকে

করোনাভাইরাস মহামারীতে সাড়ে তিন মাস ব্ন্ধ থাকার পর কক্সবাজার রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 09:34 AM
Updated : 13 Sept 2020, 11:38 AM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, বৃহস্পতিবার থেকে কক্সবাজার রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট চলবে।

এজন্য জনপ্রতি একমুখী ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে, দুপুর ১২টায় ও বেলা ২টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে।

আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ৫ মিনিটে, বেলা ১টা ৩৫ মিনিটে ও বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোভিড-১৯ মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে দেশের সব অভ্যন্তরীন গন্তব্যে ফ্লাইট চালু হলে ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটেও ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বাংলাদেশে সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে গত ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুরে বিমান চলাচল শুরু হয়। এরপর ১১ জুন যশোর, ১২ জুলাই বরিশাল এবং ২১ জুলাই রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় বেবিচক।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এছাড়াও অগাস্টে ঢাকা থেকে কুয়েতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে বিমান।

এছাড়াও অগাস্টের শুরুতে মালডিভিয়ান এয়ারলাইন্স মালদ্বীপ থেকে ঢাকায় তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। বেবিচকের অনুমতি পেলে ফ্লাই দুবাই ও এয়ারএরাবিয়া আবুধাবি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে।